একবার কল্পনা করুন এই জায়গায় আপনি বা আপনার কাছের কেউ। অবশ্যই কল্পনা করতেও দম বন্ধ হয়ে আসছে। অথচ সে আমাদের মতই একজন। সে আমাদের মতই কারো না কারো কাছের মানুষ।
আমাদের জীবনের মূল্য যতটুকু তার জীবনের মূল্য ঠিক ততটুকুই। সে দেশের স্বার্থে নিজের জীবন কে বিলিয়ে দিয়েছে বিনা স্বার্থে। এরকম হাজার তরুণ রয়েছে যাদের অনেককে আমরা কখনো চিনবোও না।
আমরা ভুলে যাবো সব। শুধু ভুলতে পারবেনা তাদের বাবা-মা ভাইবোন আত্মীয়স্বজন বন্ধুবান্ধবরা। কিন্তু এই স্বাধীনতার পর যদি শহীদের বাবা বাজারে গিয়ে সাধারণ ডিম কেনে সত্তর টাকায়। তাহলে মেনে নেয়া ছাড়া উপায় নেই যে দেশ স্বাধীন হোক আর যাই হোক ম/ রবে শুধু গরীব।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Kader 11
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Mass moon Islam
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟