Easmin  
1 י ·תרגם

কিছু অপ্রত্যাশিত মুহূর্ত আমাদের পুরো জীবনটাকেই বদলে দেয়। কারও ছোট্ট একটা কথা, খুব চেনা মানুষের অচেনা কিছু ব্যবহার, ছোট্ট একটা দুর্ঘটনা হঠাৎ হারিয়ে ফেলা ভালোবাসা, মুঠোফোন একটা দুঃসংবাদ, পরীক্ষায় অপ্রত্যাশিত ফলাফল যেন বদলে দেয় আমাদের এক জীবনের গল্প। তাসের ঘরের মতো ভেঙে যায় আমাদের স্বপ্ন, আশা। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন আমাদের অস্তিত্বের গতিপথ পরিবর্তন করার নিধারুণ ক্ষমতা রাখে। আমরা কতটা সুক্ষ্ম, কত ঠুনকো একটা হৃদয় আমাদের। তবুও নিজেদেরকে ছাডি়য়ে যাওয়ার কত অভিপ্রায় চেষ্টা। আহা!!!