8. আইনগত পরিবেশ বলতে কী বুঝ? (What is meant by legal environment?)
উত্তর: দেশে ব্যবসায় বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারি যেসব আইনগত বিধি-বিধান পালন করতে হয় সেগুলোর সমষ্টিকে আইনগত পরিবেশ বলা হয়।
৫. জনসংখ্যা কোন ধরনের পরিবেশের উপাদান?
উত্তর: সামাজিক পরিবেশ।
৬. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে?
উত্তর: রাজনৈতিক পরিবেশ।
ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ কী কী?
৭. উত্তর: ব্যবসায় পরিবেশের উপাদানসমূহ হলো: i. প্রাকৃতিক পরিবেশ, ii. অর্থনৈতিক পরিবেশ, iii. সামাজিক- সাংস্কৃতিক পরিবেশ, iv. রাজনৈতিক পরিবেশ v. প্রযুক্তি ও কারিগরি পরিবেশ, vi. আইনগত পরিবেশ।
প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ কী?
৮. উত্তর: প্রকৃতি থেকে প্রাপ্ত প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদানের সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রাকৃতিক
বা ভৌগোলিক পরিবেশ বলে।'
সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ কী?
৯. উত্তর: কোন নির্দিষ্ট এলাকায় বসবাসকারী জনগণের কৃষ্টি-সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, শিক্ষা, আচার-আচরণ, নৈতিকতা ইত্যাদির উপর নির্ভর করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সামাজিক-সাংস্কৃতিক
পরিবেশ বলে।
১০ . রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: একটি দেশে বিরাজমান রাজনৈতিক অবস্থা, সরকারি নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতদর উপর নির্ভর করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে।
১১ প্রযুক্তি ও কারিগরি পরিবেশ কাকে বলে?
. উত্তর: উন্নত প্রযুক্তি ও কারিগরি জ্ঞানের ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি করে উৎপাদিত পণ্যের পরিমাণ ও মান উন্নয়নে যে পরিবেশ ভূমিকা রাখে তাকে প্রযুক্তি ও কারিগরি পরিবেশ বলে।
বাহ্যিক পরিবেশ কী?
১২. উত্তর: পরিবেশের যেসব উপাদান প্রতিষ্ঠানের বাইরে থেকে ব্যবসায়ের উপর প্রভাব বিস্তার করে তাকে বাহ্যিক পরিবেশ বলে।
১৩. গ্রাহক বা ক্রেতা কে?
উত্তর: একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে সংগ্রহ করে তাদেরকে গ্রাহক বা ক্রেতা বলা হয়।
১৪. সরবরাহকারী কে?
উত্তর: একটি প্রতিষ্ঠান অন্য কোন প্রতিষ্ঠানকে সম্পদাদি সরবরাহ করলে তাকে সরবরাহকারী বলা হয়।
১৫. আন্তর্জাতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: যে পরিবেশ একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ অন্য দেশের ব্যবসায়ী কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয় তাল আন্তর্জাতিক পরিবেশ বলে।
Kader 11
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
JHuma771
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Sadia Akter
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟