Easmin  
1 Y ·ترجمہ کریں۔

আমার সোজাসাপটা কথা, আমি কাউকে মিথ্যা আশা, মিথ্যা ভরসা, মিথ্যা সান্ত্বনা দিতে পারি না। আমার যা আছে, আমি যা দেই মন থেকে দেই। কে কীভাবে নিলো, কে ভুল বুঝলো এসবে আর মাথা ঘামাই না। যে পছন্দ করবে এমনিই করবে। যে থাকার এমনি থাকবে। যে ভালোবাসার এমনি বাসবে। আমি আমার মতো, আমি কারো কপি না। আমি কখনো অন্যের মন মতো হতে চাই না ব্যাস!"🖤