আমি জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চাই চাই জীবনকে সার্থক করে তুলতে আজ দশে মে খুব ভোরে ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতোই রাত ভ্রমণ শেষে নাস্তা খাওয়া করতে বসা এবং গোসল শেষে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নেই যথাসময়ে কলেজে পৌঁছে আজ বাংলা ক্লাসের আগে জানতে পারি আমাদের কলেজের জন্য আমি প্রস্তুতি নেই যথা সময় কলেজে পৌঁছে আজ বাংলা ক্লাসের আগে জানতে পারি আমাদের কলেজের জন্য নতুন স্যার এসেছেন তিনি আমাদের বাংলা করাবেন এই কলেজেই তার প্রথম চাকরি তাই কি পড়াবেন কেমন পড়াবেন এ নিয়ে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম কিন্তু প্রথম ক্লাসে তিনি আমাদের মন জয় করে নিলেন স্যার শিক্ষকতায় নতুন হলেও তার জীবনে রয়েছে বিচিত্র ধরনের অভিজ্ঞতা গান কবিতা নাটক সব ক্ষেত্রেই যেদিন যথেষ্ট পারদর্শী প্রথম দিনই আমরা তা বুঝে গেলাম স্যারকে আমাদের সবারই খুব ভালো লাগলো স্যারের পড়ানোর ভঙ্গিটা ছিল অসাধারণ চমৎকার স্যারের ভিন্নরকম উপস্থাপনায় বইয়ের বিষয়গুলো যেন আমাদের সামনে জীবন্ত হয়ে উঠল কঠিন বিষয় হয়ে উঠল সহজ সরল ও স্বাভাবিক প্রথম দিনেই তিনি এভাবে আমাদের পাঠের ভেতর নিয়ে যাবেন তা ভাবতেই পারিনি বিকেলে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই এরপর সন্ধ্যায় যথারীতি পড়তে বসা রাতের খাবার শেষে আবারো পড়ার টেবিলে ভুল করলাম আজ আর পড়া টেবিলে যায়নি আজ টেলিভিশনে একটি নাটক দেখে ঘুমাতে যাই।
Kader 11
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?
Mass moon Islam
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?