এবার মা নাস্তা হাতে হাসি মুখে বললেন আজ তো তোর কলেজের প্রথম দিন এই সুযোগে আমি মায়ের পায়ে সালাম করে নিয়েছিলাম মা আমাকে দোয়া করলেন মুহূর্তেই আমার মনের ভয় জরতা সবই কেটে গিয়েছিল আনন্দে আমি তখন নিজেকে খুব হালকা অনুভব করেছিলাম ছটফট কলেজ ড্রেস পরে কাজে ব্যাগ ঝুলিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম তখন ঘড়িতে আটটা বাজতে দশ মিনিট বাকি সকাল আটটায় কলেজের উদ্দেশ্যে রওনা হলাম সকাল আটটা কলেজের উদ্দেশ্যে পা বাড়াতে অনাবিল আনন্দে মনটা ভরে উঠল কিছু সময়ের ব্যবধানে কলেজে গিয়ে হাজির হলাম কলেজের বড় বড় বিল্ডিং আমাকে মোহিত করল আমাদের কলেজটাও অনেক সুন্দর ছিল মাঠটাও অনেক বিশাল বড় ছিল চারিদিকে ফুলের গাছ ছিল দেখতে খুবই অসম্ভব সুন্দর লাগছিল বিল্ডিংগুলো দেওয়ালে বিভিন্ন বাণী আমার দৃষ্টিকে চুম্বকের মতো আকর্ষণ করলো
এসো হে নবীন ফুলের মত গরি জীবন
বেজে উঠলো কি সময়ের ঘড়ি
এসো তবে আজ বিদ্রোহ করি।
Kader 11
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
JHuma771
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?