কিছুটা সংকোচ ও জড়তা আবারো আমাকে পেয়ে বসল হঠাৎ দেখি গতকাল যে বন্ধুটির সঙ্গে কথা বলে রেখেছিলাম সেও বন্ধুর মিটু আমার দিকে ছুটে আসছে আমি প্রাণ ফিরে পেলাম এবার মনের জোরও কিছুটা বাড়ল মিঠু এবং আমি একসঙ্গে শ্রেণীকক্ষে ঢুকলাম আমাকে বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিল আমি খানিকটা বোকার মত হাসিমুখ রেখে সবার সঙ্গে কুশল বিনিময় করছি ইতোমধ্যে ক্লাস শুরু হওয়ার ঘন্টা পুরো আমার জীবনের পরম আনন্দের ছোঁয়া নিয়ে এসেছিল কলেজের প্রথম দিনের প্রথম ক্লাস টি রোগাগত নিয়ম অধ্যক্ষ মহোদয় নিজেই প্রথম ক্লাসটিতে আসেন তিনি কোন বিষয়ে পড়ালেন না কিন্তু ছাত্রজীবনের কর্তব্য সম্পর্কে এবং এই প্রতিষ্ঠানের আচরণ বিধি সম্পর্কে যে উপদেশ হয়ে থাকবে কিভাবে জীবনকে আলোকিত করতে হবে এবং ছাত্র জীবনের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বললেন সচেতন করে তুললেন কলেজ জীবন সম্পর্কে এ জীবন যে একবারে আসে এবং তা যে সফল করে তোলার দরকার তা তার বক্তব্যের মধ্য দিয়ে উপলব্ধি করলাম তারপর রুটিন মাফিক কাজ এরপর ছিল বাংলা ক্লাস স্যার এসে ক্লাসে ঢুকলেন প্রথমে তিনি তার পরিচয় দিলেন এবং সকল
Kader 11
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?