কিছু লিখতে গেলে লেখক এবং তার ভাবের মধ্যে এক ধরনের পারস্পরিক উত্তেজনা তৈরি হয়। কখনও লেখক তাড়িয়ে নেন ভাবকে, কখনও আবার ভাবও লেখককে তাড়ায়। একটা সময় আসে যখন সব বিপত্তি দূর হয়ে যায়, সব সংঘাতের অবসান ঘটে। যে সব বিষয় কল্পনাও করে না লেখক ঠিক সে সবই ঘটতে থাকে এবং সেই মুহূর্তে লেখার চেয়ে শ্রেষ্ঠ কিছু আর নেই পৃথিবীতে। এর নাম দিয়েছি আমি অনুপ্রেরণা।
Мне нравится
Комментарий
Перепост