1 Y ·ترجمه کردن

তিতিয়া না তার সাথে কিছু সন্ত্রাসী লোক ও রাজার সৈন্যদের নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে থাকতেন সেখানে এলো সে সৈন্যদের বাইরে দাঁড় করিয়ে নিজে ভেতরে প্রবেশ করে সেই সময় হযরত ঈসা আলাইহিস সালামের 12 জন শিষ্য সেখানেই উপস্থিত ছিলেন এবং নবী ঈসা আলাইহিস সালাম একটি পুকুর থেকে গোসল করে আসছিলেন এবং তার চুল থেকে পানির ফোটা পড়ছিল এমন অবস্থাতেই আল্লাহর হুকুমে হযরত ঈসা আলাইহিস সালামকে ঘরের উপর দিয়ে আকাশে উঠিয়ে নেওয়া হয় হযরত ঈসা আলাইহিস সালাম যখন আকাশে যাচ্ছিলেন তখন তৃতীয়া না এই দৃশ্য দেখছিল এবং অবাক হয়ে অনেকদিন পর্যন্ত শেষ স্তব্ধ ছিল তার সঙ্গীরা ভেবেছিল যে তৃতীয়া নাস এবং হযরত ঈসা আলাইহিস সালাম এর মধ্যে লড়াই চলতেছে কিন্তু আল্লাহ তাআলা তৃতীয় আনাসকে ঈসা আলাইহিস সালামের মত চেহারা করে দিলেন