একবার সূর্যের আলো পড়েছিল আর তা হচ্ছে সমুদ্রের সেই অংশ যেই অংশ দিয়ে মহান আল্লাহতালার নবী হযরত মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে পার করেছিলেন মহান আল্লাহতালা হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ করেছিলেন হে মুসা তোমার লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করো যখন মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন তখন সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল এবং হযরত মূসা আলাইহিস সালামের সম্প্রদায় সেই পথ দিয়ে সমুদ্র অতিক্রম করেছিলমহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাম এর জন্য মাটি থেকে মুহূর্তের মধ্যেই একটি গাছ সৃষ্টি করেছিলেন যখন হযরত ইউনুস আলাইহিস সালাম অনেকদিন মাছের পেটে অবস্থান করার পর মহান আল্লাহতালার ইচ্ছায় মাছের পেট থেকে মুক্তি পেলেন
Tycka om
Kommentar
Dela med sig