১৪.
وَإِذَا لَقُوا۟ ٱلَّذِينَ ءَامَنُوا۟ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوۡا۟ إِلَىٰ شَيَـٰطِينِهِمۡ قَالُوٓا۟ إِنَّا مَعَكُمۡ إِنَّمَا نَحۡنُ مُسۡتَهۡزِءُونَ
যখন তারা মোমীনদের সামনে আসে, বলে আমরা বিশ্বাস করেছি; আর নিজেদের দুষ্টদের কাছে যায়, বলে “আসলে আমরা তোমাদের সঙ্গে, আমরা তো খেলাচ্ছি।”
১৫.
ٱللَّهُ يَسۡتَهۡزِئُ بِهِمۡ وَيَمُدُّهُمۡ فِي طُغۡيَـٰنِهِمۡ يَعۡمَهُونَ
আল্লাহ তাদের নিয়ে ব্যঙ্গ করেন, তাদেরকে নির্দেশিত রাখেন তাদের অত উন্মাদনাকে যেটা তাদের বিভ্রান্ত করে।
-- সুরা আল-বাকারা (আয়াত ১৪-১৫ )
Amader Mahin
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?