1 Y ·ترجمه کردن

"চারকোণা এই স্ক্রিনের ভেতর দিয়ে ঐপাশে মন খারাপ করা বসে থাকা মানুষটার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলা যায় নাঃ
"ধুর বোকা, সব ঠিক হয়ে যাবে"
কয়েকটা শব্দ লিখে কারো মন ভালো করা যায় না ... কয়েকটা শব্দ লিখে কাউকে বুঝানো যায় না, কতখানি আবেগ মিশে আছে সেখানে !!
একজন তীব্র মন খারাপ নিয়ে ঘুমিয়ে যায় ... একজন মন ভালো করতে না পেরে নির্ঘুম রাতটা জুড়ে ছটফট করতে থাকে !!
দুটো জ্বলজ্বল করতে থাকা সবুজবাতি, কয়েকটা নিষ্প্রাণ শব্দ আর হলদে রঙের ইমোগুলো ভীষণ ভুল গল্প বলতে থাকে !!"😊😒 # @মন🤣