বালক ও গাছ
এক গ্রামে একটি বিশাল আমগাছ ছিল। গ্রামের এক বালক প্রতিদিন সেই গাছের ছায়ায় বসে খেলত, ফল খেত আর গাছে চড়ে মজা করত। গাছটিও বালকের সঙ্গ পেয়ে খুশি হতো।
একদিন বালক গাছের কাছে এসে বলল,
"আমার অনেক টাকা দরকার।"
গাছটি বলল,
"আমার ফলগুলো নিয়ে বাজারে বিক্রি কর। এতে তোমার টাকা হবে।"
বালক ফল নিয়ে চলে গেল। গাছটি খুশি ছিল যে সে বালককে সাহায্য করতে পেরেছে।
অনেক দিন পর, সেই বালক যুবক হয়ে আবার ফিরে এল।
"আমার বাড়ি দরকার।"
গাছ বলল,
"আমার ডালগুলো কেটে নিয়ে বাড়ি বানাও।"
বালক তাই করল, আর গাছটি খুশি ছিল।
আরও অনেক বছর পরে, বৃদ্ধ বালকটি গাছের কাছে এল। এবার তার মুখে কোনো হাসি নেই।
গাছটি বলল,
"এবার কী চাই?"
বালকটি বলল,
"আমি ক্লান্ত। একটু বসতে চাই।"
গাছটি মুচকি হেসে বলল,
"আমার পুরোনো গুঁড়িটা আছে, এসে বসো।"
বালক গুঁড়িতে বসে আরাম করল। গাছটি খুশি ছিল যে সে বালককে শেষবারের মতো সাহায্য করতে পেরেছে।
শিক্ষা:
আমাদের জীবনে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা অনেক সময় তাদের অবহেলা করি। তাদের কৃতজ্ঞতা জানানোর সময় যেন আমরা কখনো ভুলে না যাই।
rs razon
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
Ismail Khan
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?