চাটখিলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃ'ত্যু
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাক চাপায় রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃ'ত্যু হয়েছে।
নিহত জিহাদুল ইসলাম রাহুল (১৭) উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের মোল্লা বাড়ির নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে মোটরসাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে সেখানে থাকা (নোয়াখালী মেট্রো ড ১১-০৩১৫ নাম্বারের) একটি মিনি ট্রাক অবৈধভাবে রাস্তায় পার্কিং করে রাখলে একটি গরুবোঝাই ট্রাক তাকে অতিক্রম করতে গেলে আকাশ ও রাহুলের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুই জনই সড়কে ছিটকে পড়লে গরু বোঝাই ট্রাকটি রাহুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো.আব্দুস সুলতান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক দুইটি ট্রাক'ই থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Siamiwjehddhdh
删除评论
您确定要删除此评论吗?
Siamiwjehddhdh
删除评论
您确定要删除此评论吗?
Siamiwjehddhdh
删除评论
您确定要删除此评论吗?