প্রিয় ভার্সিটি ‘খ’ ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা যারা ভার্সিটি ‘খ’ ভর্তি পরীক্ষার পূর্বে প্রস্তুতির খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে চাও এবং ভার্সিটি ‘খ’ ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে বেশি বেশি পরীক্ষা দিয়ে পরীক্ষাভীতি দূর করে সঠিক প্রশ্ন নির্বাচনের মাধ্যমে পরীক্ষার নির্ধারিত সময়কে যথাযথভাবে কাজে লাগাতে চাও তাদের জন্য অফলাইন ও অনলাইন ব্যাচের আলোকে উদ্ভাস-এর আয়োজন ভার্সিটি ‘খ’ মডেল টেস্ট প্যাকেজ- 2024 কার্যক্রম। যার মাধ্যমে তোমরা তোমাদের প্রস্তুতির ঘাটতিগুলো দূর করে পরিপূর্ণ ও আত্মবিশ্বাসী প্রস্তুতি নিশ্চিত করতে পারবে।
🌀 শুরু: ২৫ ডিসেম্বর, ২০২৪
বিস্তারিত ও ভর্তি হতে👉 https://cutt.ly/vapkhamt24
📲 09666775566