35 میں ·ترجمہ کریں۔

ভুল তো মানুষের স্বাভাবিক চিহ্ন,
হৃদয়ে যেমন দোলা দেয় চাঁদ।
খুঁজি আমি নিজের মাঝে,
ভুলে যাই, সময়ের কাছে।

প্রতিটি ভুল শেখায় জীবনের পাঠ,
বিধির মতো সে আসে বারংবার।
হাতে থাকে আমাদের সংশয়,
ভুলকে নিয়ে ভাঙে মন, আবার সংযত হয়।

ভুল মানে হার মানা নয়,
এর মধ্যে লুকিয়ে থাকে নতুন পথ।
বিচলিত হও নয়, জানো,
ভুল থেকে আসতে পারে জীবনের খোঁজ।

ভুলে যদি তুমি শিক্ষা পাও,
সেই ভুলই সাফল্যের দ্বার।
ভুল থাকুক শুধুই অতীত,
আলো হবে আগামী's পথ।১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছর ও Dagonbhuiyan Stunt Viperz এর পক্ষ থেকে একটি বিশেষ সাইকেল রেলির ও স্টান্ড শো এর আয়োজন করা হলো আপনাদের যাদের সাইকেল আছে যারাই রেলিতে অংশগ্রহণ করতে চান সবাই সকাল ৮ টয় দাগনভূঁইয়া উপজেলা বিজয় চত্বরে অবস্থান করবেন🚲🇧🇩

4 گھنٹے ·ترجمہ کریں۔
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
5 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।