ভুল তো মানুষের স্বাভাবিক চিহ্ন,
হৃদয়ে যেমন দোলা দেয় চাঁদ।
খুঁজি আমি নিজের মাঝে,
ভুলে যাই, সময়ের কাছে।
প্রতিটি ভুল শেখায় জীবনের পাঠ,
বিধির মতো সে আসে বারংবার।
হাতে থাকে আমাদের সংশয়,
ভুলকে নিয়ে ভাঙে মন, আবার সংযত হয়।
ভুল মানে হার মানা নয়,
এর মধ্যে লুকিয়ে থাকে নতুন পথ।
বিচলিত হও নয়, জানো,
ভুল থেকে আসতে পারে জীবনের খোঁজ।
ভুলে যদি তুমি শিক্ষা পাও,
সেই ভুলই সাফল্যের দ্বার।
ভুল থাকুক শুধুই অতীত,
আলো হবে আগামী's পথ।১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছর ও Dagonbhuiyan Stunt Viperz এর পক্ষ থেকে একটি বিশেষ সাইকেল রেলির ও স্টান্ড শো এর আয়োজন করা হলো আপনাদের যাদের সাইকেল আছে যারাই রেলিতে অংশগ্রহণ করতে চান সবাই সকাল ৮ টয় দাগনভূঁইয়া উপজেলা বিজয় চত্বরে অবস্থান করবেন🚲🇧🇩
Affiya Jannat
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟