প্রেম, ভালোবাসা হল এক ধরণের আবেগ যা মানুষকে অনেক অসাধ্যকেও সাধ্য করতে বাধ্য করে। প্রেম, ভালোবাসা আছে বলেই সুখ আছে, প্রেম আছে বলেই বিরহ আছে। সুতরাং সুখ দুঃখ আছে বলেই তো মানুষের জীবন এত বৈচিত্রময়। প্রেমের মর্ম বুঝতে হলে আমাদের বিখ্যাত ব্যাক্তিদের ভালোবাসার উক্তি বা প্রেমের বাণী পড়তে হবে। আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে একগুচ্ছ প্রেমের উক্তি সাজিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য।
پسند
تبصرہ
بانٹیں