1 Y ·Isalin

একলা থাকার ঘরে আমি একলা পরে রই একলা আকাশের নিচে একলা বিষ্টি ছুই একলা রাতের একলা তারা একলা দেখা চাঁদ একলা গভীর অন্ধকারে আমি জেগে থাকা রাত একলা সুখ আর একলা দুঃখ একলা ভেবে খুশি একলা চলেও একলা বলেও একলা আমি হাসি’