আর কোন পাগলী বোন বাবা ছাড়া সন্তান জন্মদিক সেটা আমরা চাই না।
ছবির এই বোনটি ত্রিশাল ইউনিভার্সিটি রোড চৌরাস্তার মোড় মাদানী ফিড মিল সংলগ্ন একটি দোকানের সামনে কয়েকদিন যাবত শুয়ে রয়েছে,তার সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবী ভাই কথা বলেছে,তিনি বলেছেন তার বাড়ি দিনাজপুর জেলার রৌমারী বাজার। দিনাজপুর জেলায় কোন রৌমারী বাজার আছে কিনা আমাদের জানা নাই,এই বোনটির বাড়ি বাংলাদেশের যে কোন জেলায় হতে পারে, তার পরিবারের সন্ধান পেতে এই পোষ্টটি সবাই শেয়ার করে দিবেন বর্তমান সে,আমাদের এক মানবিক ভাইয়ের হেফাজতে রয়েছে।
কেহ তাকে চিনতে পারলে ফোন করুন।
Joynal Abedin Rajib 01716-911647
আব্দুল গনি ফিটু +880 1761-705618
©️
پسند
تبصرہ
بانٹیں
Yeasmin Jara
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟