পৃথিবীর সামনে আবার দাঁড়াবো ভেবে
লুকিয়েছি হাজারো শোক,
জমিয়েছি অজস্র কথা।
কথার ভারে ভারী বুক আমার
কেঁপে উঠে তীব্র গতিতে,
যে গতিতে গাড়ি বেসামাল হয়ে
পড়ে যায় পাহাড়চূড় থেকে।
তবু আমি আরেকটি সাদা গোলাপ পাওয়ার আশায়,
নিজেকে সামলাচ্ছি।
শুনেছি গাছে আর ফুল ফোটেনা,
এ আমি বিশ্বাস করিনা!
.
.
.
সাদা গোলাপ
১৬-১২-২০২৪
রাত-০১:২৭