1 kamu ·Menerjemahkan

৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে পাওয়া এদেশের স্বাধীনতা। বিজয় দিবস উপলক্ষে, সকল মুক্তিযোদ্ধাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা। তোমাদের জন্য পেয়েছি এই স্বাধীন প্রিয় বাংলাদেশ, তাই তোমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। হাজার বছর পরও বাঙালী তোমাদেরকে মনে রাখবে। তোমরাই বীর, তোমরাই স্বাধীনতা প্রিয়, তোমরাই মুক্তি কর্মী।