দেখে।তুমি আমার প্রথম ক্রাশ।তারপর দ্বিতীয় দিন যেইদিন দেখা হয়েছিল।মনে হয়েছিল এতোদিন আমি মনে মনে যাকে খুঁজেছিলাম সেই মানুষটাই তুমি। যার জন্য এতকাল আমি সিঙ্গেল সেই মানুষটাই তুমি।আমার dream girl তুমি।প্রথম প্রেমে পড়ার অনূভুতি বুঝলাম তোমার প্রেমে পড়ে।প্রেমে পড়া অনূভুতি অন্যরকম প্রশান্তির। আমি তোমার চোখের প্রেমে পড়েছিলাম।আমি ডুবে গিয়েছিলাম তোমার ওই মায়াবী দুই চোখের মায়ায়।এত সুন্দর চোখ তোমার তা
إعجاب
علق
شارك