একদিন এক ছেলে তার স্কুলের মাঠে বসে চুপচাপ এক মেয়ের দিকে তাকিয়ে ছিল। মেয়েটি ছিল তারই ক্লাসের। চঞ্চল আর হাসিখুশি স্বভাবের মেয়েটি ছিল পুরো ক্লাসের প্রাণ। ছেলেটি ভীষণ লাজুক। কখনোই মেয়েটিকে ভালো লাগার কথা বলতে পারেনি।
একদিন স্কুল শেষে মেয়েটি হঠাৎ ছেলেটির পাশে এসে বসে বলল,
"তুমি প্রতিদিন এত চুপচাপ কেন থাকো? সব ঠিক আছে তো?"
ছেলেটি প্রথমে একটু লজ্জা পেল, কিন্তু সাহস করে বলল,
"তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু পারি না।"
মেয়েটি হেসে বলল,
"এখন তো কথা বলছো!"
এরপর থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। প্রতিদিন ছেলেটি মেয়েটির জন্য ছোট্ট ছোট্ট কিছু নিয়ে আসত—কখনো একটা ফুল, কখনো চকলেট। মেয়েটি হাসিমুখে সেগুলো নিত।
একদিন মেয়েটি জানতে চাইল,
"তুমি কেন প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসো?"
ছেলেটি সাহস করে বলল,
"কারণ আমি তোমাকে