35 ш ·перевести

মানব দেহের ১০টি অবাক করা তথ্য

মানব দেহের ১০টি মজার বিষয় যা হয়তো আপনার অজানা। এই অবাক করা বিষয় গুলো জানতে পুরো আর্টিকেলটি পড়ুন।

“মন আমার দেহ ঘড়ি সন্ধান করি
কোন মিস্তরি বানাইয়াছে”

বাংলা লোক সংগীতের অনেক জনপ্রিয় একটি লাইন। পৃথিবীর যত জটিল যন্ত্র গুলো আছে তার মাঝে মানব দেহ অন্যতম। আজকে আমরা মানব দেহ সম্পর্কে এমন ১০টি মজার বিষয় জানবো যা আপনি এর আগে হয়তো কখনো ভেবেই দেখেন নি যে এমন ঘটনা প্রতিনিয়িত আপনার শরীরে ঘটছে।

১। মানুষের হাড়ঃ

একটি প্রশনের উত্তর আমরা প্রায় সবাই জানি, মানুষের দেহে কয়টি হাড় থাকে ? সবাই ঝটপট উত্তর দিয়ে দিবেন ২০৬টি । কিন্তু যদি জিজ্ঞাসা করি যে , মানুষ কয়টি হাড় নিয়ে জন্মায় ?? চিন্তায় পরে গেলেন তো? হ্যা, একটি শিশু জন্মের সময় ৩০০ হাড় নিয়ে জন্মায় এবং বয়স বেড়ে প্রাপ্তবয়স্ক হতে হতে হাড় ২০৬টি তে এসে দাঁড়ায়।

২। শিশুর চোখঃ

আমরা আগেই জেনেছি যে , শিশুরা জন্মের সময় ২০৬টি নয় বরং ৩০০ হাড় নিয়ে জন্মে । এখন তাদের চোখের ব্যাপারে একটি মজার তথ্য শেয়ার করছি। শিশুরা জন্মের পর ৪ মাস পর্যন্ত সবকিছু সাদা-কালো দেখে বলে ধারনা করা হয় এবং জন্মের প্রথম সপ্তাহে তারা তাদের সামনের শুধু ৮-১২ ইঞ্ছি জায়গাই দেখতে পারে।

৩। উচ্চতা বাড়ানোর উপায়ঃ

২৫ বছর বয়সের পরেও ২ ইঞ্চি (৫সে.মি।) উচ্চতা বাড়াতে চান? খুজছেন কোন লম্বা হওয়ার উপায়? তবে আপনাকে জিরো মুভির বাউয়া সিং (শাহারুখ খানের) মতো যেতে হবে মহাকাশে। নাসা (NASA) বলছে আপনি যখন মহাকাশে একটি লম্বা সময় কাটাবেন তখন আপনার উচ্চতা ২-৫ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। জিরো গ্রাভেটি অবস্থায় আপনার পিঠের মেরুদন্ডের হাড়ের মধ্যকার জায়গা বৃদ্ধি পায়। আর তাতেই সধিত হয় এই অসাধ্য যা এই ধরণিতে সম্ভব হচ্ছেনা।

৪। অতিরিক্ত ক্ষুধার ভয়াবহ পরিনতিঃ

আপনার কি কখনো এমন ক্ষুধা পেয়েছে যে, খাবার না পেয়ে নিজেই নিজেকে খেয়ে ফেলতে মনে চাচ্ছিল?? অবশ্যই নয়। কিন্তু আপনার ব্রেন আপনার মতো করে ভাবে না। আলবার্ট আইন্সটাইন কলেজ অফ মেডিসিনের গবেষকদের মতে অতিরিক্ত ডায়েটিং এর ফলে পর্যাপ্ত খাবার না পেলে ব্রেন তার নিজের দেহ (ব্রেন) থেকেই প্রোটিন শোষন করে নিয়ে ক্ষয় হয়ে যায়। সুতরাং ডাইটিং অবশ্যই করতে হবে নিয়ম মেনে। উল্টো-পাল্টা ডাইটিংকে “না” বলুন।

৫। অন্ত্রঃ

বাইরে থেকে বুঝা না গেলেও আপনার পেটের ভিতরেই আছে একটা জিরাফের গলার উচ্চতার সমান নালী। যাকে আমরা অন্ত্র (intestine) বলে থাকি। মানুষের অন্ত্র সাধারনত ২৩ ফিট লম্বা হয় ,যা একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গলার উচ্চতার সমান বা তারও বেশি।

৬। একই সাথে শ্বাস নিতে এবং গিলতে পারবেন নাঃ

কি ? চেষ্টা করে দেখলেন কিন্তু পারছেন না, তাইতো? এটা অম্ভব , কারন আমাদের কন্ঠস্বর এমনভাবে স্থাপিত যে আমরা কখনোই এই দুইটা জিনিশ একই সাথে করতে পারবোনা।

৭। খাদ্য হজম প্রক্রিয়াঃ

অনেকেই গর্ব করে বলেন যে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে হয়তো একাই ৪-৫টি বার্গার খেয়ে হজম করে ফেলেছেন, কেউবা নিজে একাই আস্তো পিজা খেয়ে জিতে নিয়েছেন চ্যালেঞ্জ, তবুও আসলে আপনি আপনার হজম ক্ষমতার পুরোটা ব্যাবহার করেন নি। কারন বলা হয় মানুষের হজম প্রক্রিয়ায় যে পাচকরস কাজ করে তা লোহা পর্যন্ত গলিয়ে ফেলার ক্ষমতা রাখে।

৮। দেহের কোন অঙ্গ টি রক্ত থেকে অক্সিজেন নেয়নাঃ

জানেন কি ? এটি হচ্ছে আপনার চোখের কর্নিয়া । চোখের এই অংশটি সরাসরি তার প্রয়োজনীয় অক্ষিজেন বাতাস থেকে সংগ্রহ করে। এবং যে কোন কাটা-ছেড়া শরীরের অন্যান্য অংশের তুলনায় দ্রুত সেড়ে উঠে।

৯। আপনি কয়টি ঘ্রাণ চেনেনঃ

বলুন তো? মানুষের মস্তিষ্ক সাড়া জীবনে ৫০ হাজার গন্ধ নিজের স্মৃতি বা মেমোরিতে ধারন করতে পারে। তাই যখনই আপনি কোন গন্ধ পান তখনই আপনার ব্রেনে সংরক্ষিত সেই নির্দ্রষ্ট কোষে স্পার্ক হয় এবং আপনি সেটি চিনতে পারেন।

১০। মৃত্যুর পরে কতক্ষণ মস্তিস্ক সচতন থাকে?

আমরা কি জানি একজন আমরা মারা যাবার কতক্ষণ পর পর্যন্ত আমাদের ব্রেন সচেতন থাকে ? এই তথ্যটি দিয়েই আজকের মতো শেষ করছি। ২০১৬ সালে কানাডার ওয়েস্টার্ন ওন্টেরিয় ইউনিভার্সিটির একদল গবেষকের গবেষণায় দেখেছেন মানুষের হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার ১০ সেকেন্ড পর্যন্ত সচল থাকে । যদিও সেটি কার্যকরী থাকে কিনা তা এখনো রহস্য ।

এরকম আরো মজার মজার এবং দরকারি তথ্য পেতে আগামীর বাংলার সাথেই থাকুন। এবং আমাদের সাইট ভিসিট করুন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন।

7 м ·перевести

ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান

image
9 м ·перевести

ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান

image
10 м ·перевести

ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান

37 м ·перевести

একটা সময় ছিল, যখন যেকোনো সম্পর্কের সাথে নিজেকে আকড়ে রাখতে চাইতাম। নিজের সবটুকু দিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতাম। যত্নবান ছিলাম খুব। কিন্তু দিন শেষে সেই আকড়ে ধরা সম্পর্কগুলো থেকেই সবচেয়ে বেশি দুঃ'খ পেয়েছি!

আমার জীবনেও প্রেম এসেছিল। যাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম। নিজের সবটুকু দিয়ে তাকে আকড়ে রেখেছিলাম, খুব সোহাগে আদরে। নিজের অস্তিত্ব ভুলে তাকেই নিজের অস্তিত্ব বানিয়ে ছিলাম। যার জন্য দিনশেষে নিজেকে আর খুঁজে পাই নি। এতে করে তার চলে যাওয়াতে আমিই কষ্ট পেয়েছিলাম।

যার হাত ধরে সব কিছু ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই মানুষটাও বুঝে নি আমায়। সব কিছুর জন্য আমাকেই দোষারোপ করল। নিজেকে মানিয়ে নিতে না পারায় টিকলো না সেও শেষ পর্যন্ত!

এক সময় আমার অনেক বন্ধু ছিল। নিজের ভালোর কথা চিন্তা না করে, ওদের ভালো রাখতে ব্যস্ত ছিলাম। ওদের একটা ডাকে নিজের সবটুকু ঢেলে দিতাম। অথচ আমার বিবর্ণ সময়ে ওদের পাশে পাই নি। খেয়াল করলাম, আমিই ওদের প্রয়োজনের পাত্রই ছিলাম কেবল। প্রিয়জন আর হতে পারি নি।

একটা সময় ছিল, যখন আত্মীয় স্বজনের কাছে খুব প্রিয় ছিলাম। সবাই বলত আমার মতো ভালো আর কেউ হয়ই না নাকি। রূপে গুনে যেন মা লক্ষ্মী! কিন্তু যখন দুঃসংবাদগুলো আমায় আষ্টেপৃষ্ঠে ধরে ছিল তখন তারাই সবার প্রথমে চোখ বাকিয়ে ছিল!

বাবা মায়ের আদরের ছিলাম খুব। সব সময় মাথায় করে রাখত। অথচ যখন দেখতে পেল আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না আর তখন সেই আমিই যেন তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়ে। এখনও মাথায় রাখে, তবে সেটা বোঝা ভেবে!

বিশ্বাসের নামে বিশ্বস্ত মানুষগুলো আমায় চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে ছিল, সবকিছু আমারই ভুল! তাই এখন আর কোনো সম্পর্কের উপর বিশ্বাসটা ঠিক রাখতে পারি না। কাঁচের মতো ভেঙে যাওয়া এই আমি এখন শুধু নিজের উপর বিশ্বাস করতে পারি। কেউ ভালো করতে চাইলে এখন আর বিশ্বাস হয় না বরং তার দিকে মুচকি হেসে “আমি ভালো আছি” বলে পাশ কাঁটিয়ে যাই।
এখন এভাবেই চলছে জীবন আমার, চলুক না!

1 час ·перевести

💞💞"ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা দেখা যায় না ছোঁয়া যায় না
—কেবল হৃ'দয় দিয়ে অনুভব করা যায়-
💗🥀"

💖💖"তুমি আমার জী'বনের সেই মানুষ যার সাথে কাটানো প্রতিটা মু'হূর্ত স্ব'প্নের মতো সু'ন্দর-💗🥀"

❤️‍🩹❤️‍🩹"ভালোবাসা মানে একস'ঙ্গে থাকার প্রতি'শ্রুতি সুখে-দুঃখে হাত না ছাড়ার অ'ঙ্গীকার-💗🥀"

💑 💑"তোমার একটি হাসি আমার দিনের সব ক্লা'ন্তি দূর করে দেয়-💗🥀"

🌙🌙"তুমি আমার আকাশের চাঁ'দ আমার জী'বনের আলো আমার হৃ'দয়ের স্প'ন্দন-💗🥀"

💝💝"ভালোবাসা কখনো দূ'রত্ব বোঝে না, শুধু বোঝে হৃ'দয়ের টান-💗🥀"

🥰🥰"তোমার ভালোবাসার ছোঁয়ায় আমার পৃ'থিবী বদলে যায় যেন এক নতুন সকাল জ'ন্ম নেয়-💗🥀"

❤️❤️"ভালোবাসা হলো দুটি আ'ত্মার একত্রে পথচলা যেখানে একে অপরের সুখই সবচেয়ে বড় আনন্দ-💗🥀"

🖤🖤"বেঁ'চে থাকুক পৃ'থিবীর সকল ভালোবাসা!