প্রাইমাস 90-এর দশকে ডয়েলসটাউনের একজন মানুষের ড্রাম বাজাতে ভালোবাসা জাগিয়েছিল। এখন তিনি তাদের সাথে যোগ দেওয়ার আশা করছেন। | #90 #ডয়েলসটাউনের #ড্রাম
স্ট্রে কিডস, ফুয়ের্জা কিডস এবং আরও অনেক কিছু 2024 বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের পরে বড় লাভ দেখুন | #কিডস #ফুয়ের্জা #মিউজিক #অ্যাওয়ার্ডের
وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ سَرْحٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، ح وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ، عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ " . قَالَ عُمَرُ فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْهَا ذَاكِرًا وَلاَ آثِرًا .
উমার ইবনু খাত্তাব (রা) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা’আলা তোমাদের বাপ-দাদার নামে কসম করতে নিষেধ করেছেন।
'উমার (রাঃ) বললেন, আল্লাহ কসম! আমি যখন থেকে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে এ থেকে নিষেধ করতে শুনেছি, তখন থেকে আর কখনও সে নামে কসম করিনি, নিজের পক্ষ থেকেও নয়, আর অপরের উদ্ধুতি দিয়েও নয়। (ই.ফা. ৪১০৮, ই.সে. ৪১০৬)
সহিহ মুসলিম, হাদিস নং ৪১৪৬
হাদিসের মান: সহিহ হাদিস
ফরমালিন: জনমনে নতুন আতঙ্ক | #ফরমালিন: জনমনে নতুন আতঙ্ক
Md Shakil Ahmmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?