ম্যাডামঃ- কালকে যে পড়াটা মুখস্ত করেতে দিছলাম। তা তুমি মুখস্ত করেছো? পাপ্পু:- না ম্যাডাম।। ম্যাডাম:- কেনো? বাসায় পড়তে বসনি? পাপ্পু:- যখন আমি পড়তে বসেছি ঠিক তখনি কারেন্ট চলে গেছে। ম্যাডাম:- নিশ্চয়ই একটু পর আবার কারেন্ট আসছে? পাপ্পু:- হ্যা কারেন্ট তো আসছিলো। কিন্তু আবার যখনি আমি পড়তে বসেছি ঠিক তখনি আবার কারেন্ট চিলে গেছে। ম্যাডাম:- তার পর অবশ্যই আবার কারেন্ট এসেছিলো? পাপ্পু:- কারেন্ট তো এসেছিলো কিন্তু আমি আর পড়তে বসিনি এই ভেবে যে কারেন্ট চলে যাবে আমার জন্য আর বেকার অন্যান্য লোকেরা অসুবিধা ভোগ করবে।
Suka
Komentar
Membagikan
Affiya Jannat
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?