52 میں ·ترجمہ کریں۔
শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, আমি ঠিক করেছি, তোমাদের মধ্যে সবচেয়ে অলস যে, তাকে পড়া দিতে হবে না। কে সবচেয়ে অলস? বল্টু বাদে সবাই হাত তুলল। স্যার বল্টুকে জিজ্ঞেস করলেন, তুমি হাত তুলছ না কেন? বল্টু: স্যার, হাত তুলতে কষ্ট হয়।।