স্বামী গভীর রাতে বাসায় আসলো। আস্তে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচ দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে। তার মাথায় মুহূর্তেই রক্ত চড়ে গেল। পাশে থাকা একটি বেসবল ব্যাট দিয়ে ইচ্ছামত ১০-১৫ মিনিট পিটিয়ে ক্লান্ত হয়ে ডায়নিং রুমে গেল পানি পান করতে। গিয়ে দেখল তার স্ত্রী সেখানে খাবার নিয়ে বসে আছে।। তাকে দেখে স্ত্রী বলল:তোমার ভাই-ভাবী ঘন্টা দুই আগে এসেছেন। আমি আমাদের বেডরুমে উনাদের থাকতে দিয়েছি। আশা করি তুমি ওঁদের স্বাগত জানিয়ে এসেছো। ল্যাও ঠ্যালা,
Synes godt om
Kommentar
Del