জানিনা দুনিয়াতে আসলে আমি কি না যে পাঠিয়েছে সেই ভালো জানে এই দুনিয়াতে কিসের জন্য আমাদের পাঠিয়েছে এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা এই পরীক্ষায় হয়তো আমরা হেরে যাবো কিন্তু সে তো আমাদের পাঠিয়েছে এই দুনিয়ার বুকে এই পৃথিবীতে এই পরীক্ষায় যেন আমরা কাজ করে তারা জান্নাতে প্রবেশ করতে পারি এজন্য আমাদের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং সত্যের পথে থাক আর যে আমাদের এই দুনিয়ার মুখ দেখাইছে সে হচ্ছে আমাদের জনম দুখিনী মা মায়ের সেবা সেবা করব আর কখনো তাদের কষ্ট
Curtir
Comentario
Compartilhar