পিঁপড়ে আর ঘুঘু
এক গ্রীষ্মের দুপুরে একটা পিঁপড়ে নদীতে জল পান করতে গিয়েছিল। একটা ঘাসের পাতা বেয়ে সে প্রায় জলের কাছে পৌঁছে গেল। হঠাৎ, পা পিছলে সে নদীর জলে পড়ে হাবুডুবু খেতে লাগল ।
একটা ঘুঘু পাখি ডুবন্ত পিঁপড়েটাকে দেখতে পেয়েছিল। পিঁপড়ের বিপদ দেখে তার দয়া হল। সে তখনই একটা শুকনো পাতা এনে পিঁপড়েটার কাছে ফেলল ।
পিঁপড়ে সেই শুকনো পাতায় চড়ে নিরাপদে তীরে পৌঁছে গেল ।
একদিন পিঁপড়ে দেখল- এক শিকারি ঘুঘুটাকে লক্ষ্য করে তির ছুড়ছে। উপকারী ঘুঘুটার বিপদ দেখে পিঁপড়ে তখন শিকারের পায়ে কুটুস করে কামড়ে দিল।
পিঁপড়ের কামড় খেয়ে শিকারির হাত কেঁপে গেল। তাই তির লাগল না ঘুঘুর গায়ে । এই সুযোগে ঘুঘু ফুড়ুৎ করে উড়ে গেল ।
নীতিকথা : উপকার করলে উপাকার পাওয়া যায় ।