51 w ·übersetzen

শেয়াল আর ছাগল

একবার একটা শেয়ালকে গাঁয়ের কুকুরেরা তাড়া করেছিল । কুকুরের তাড়া খেয়ে পালাবার সময় শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। কুয়োটা গভীর ছিল না, তার মধ্যে বেশি জলও ছিল না।

তবু অনেক চেষ্টা করেও শেয়াল কুয়ো থেকে উঠে আসতে পারল না । এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর কাছে এল ।

সে কুয়োর মধ্যে শেয়ালকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, “ওখানে কী করছ, ভাই?” চালাক শেয়াল বলল, “কুয়োর জল খাচ্ছি। এমন চমৎকার জল এদেশে আর নেই!

এসে খেয়ে দেখতে পার।” শেয়ালের কথায় ছাগলটা তখনই লাফিয়ে কুয়োর মধ্যে নেমে পড়ল । শেয়ালের এই সুযোগ।

সে ছাগলের পিঠে দাঁড়িয়ে, কোনো রকমে, কুয়ো থেকে উপরে উঠে এল । বোকা ছাগল কুয়োর মধ্যেই পড়ে থাকল ।

বনে চলে যাওয়ার আগে, শেয়াল হতভাগ্য ছাগলটাকে উপদেশ দিল, “ভাই, ভবিষ্যতে কোনো কাজ করার আগে পরিণামটা ভেবে নিয়ো।”

নীতিকথা : বিপদে পড়া লোকের উপদেশে কান দেওয়া উচিত নয় ৷