51 ш ·перевести

আমার ছোট্ট বোন
ছোট্ট আমার বোনটি অনেক বড় মনটি ।
যা কিছু সে পায়
ভাগ করে সে খায়
আমায় ছাড়া চলে না
বেশি কথা বলে না ৷



পিতা
পিতা আমার জন্মদাতা
পিতা আমার মাথা
পিতা আমার মাথার উপর
বড় একটা ছাতা ।

পিতার শাসন পেয়ে আমার
সফল হলো জীবন
চলার পথে সকলখানে
তাকে করি স্মরণ ।

কত কষ্ট করে পিতা
সামনে ছুটে চলেন
শত কষ্টের মাঝেও পিতা
সুখের কথা বলেন।