ফুফু
বাপের বোন ফুফু আমার
কত ভালো মনটা যে তার।
মায়ের স্নেহে আগলে রাখেন
খাবার সময় আমায় ডাকেন।
ফুফু যখন চলে যাবেন
আমায় শুধু কাঁদাবেন।
দাদা
দাদার মাথায় পাকা চুল
নাপিত কেটে দিলো
দাদা কিছু চুলের রঙ
মেহেদি মেখে নিলো।
দাদী বলেন কী গো তুমি
বয়স কমাও নাকি
নিজে নিজে জোয়ান সেজে
আমায় দিচ্ছো ফাঁকি?
আমিও চুলে কলপ নিয়ে
বয়স কমাতে পারি
নাতী নাতনী বড় হয়েছে
লজ্জা লাগে ভারি।
Curtir
Comentario
Compartilhar