দুলাভাই
কাল বিকেলে মিষ্টি হাতে
আসছে দুলাভাই
বাড়ি ভর্তি সবার হাতে
রান্না বান্না তাই ।
মোরগ পোলাও দই মিষ্টি
কত আয়োজন
বুবু বলছে এত কিছুর
কি বা প্রয়োজন ।
দুলাভাইয়ের জন্য আমরা
ভালো-মন্দ খেলাম
তার জন্য ছোট বড়
সবাই মজা পেলাম ।
জন্মদিন
সোনামণিরে আমার যাদুমণিরে
তুই যে আমার সাত রাজার ধন
চোখের মণিরে
তুই যে আমার জানের জান
ঘরের আলোরে।
আমার ঘরে আলো করে
তোর জন্ম হলো
আমার ঘরে হাসি খুশির
বন্যা বয়ে গেল ।
আজকে তোর এই জন্মদিনে
আমরা দোয়া করি
তোকে নিয়ে গড়বো মোরা
স্বপ্ন সুখের বাড়ি।
Мне нравится
Комментарий
Перепост