টিচার
জন্ম দিলেন বাবা মা
শিক্ষা দিলেন টিচার
তারা করেন মোর জীবনের
ভালোমন্দের বিচার।
আদেশ নিষেধ শিক্ষা-দীক্ষায়
তারা মানুষ করেন
পিতা মাতার পরে হালটা
তারা মোদের ধরেন।
চলার পথে আসল শিক্ষা
দিয়ে যাচ্ছেন তারা
শ্রদ্ধাভক্তির বড় জায়গা
আমার টিচার যারা।
শিক্ষক
বাবা মায়ের পরেই শিক্ষক
ভক্তি শ্রদ্ধার ব্যক্তি
তাদের কাছে যায় না বলা
মন্দ কোনো উক্তি
মানতে হবে শুনতে হবে
তাদের আদেশ নিষেধ
শিক্ষা দীক্ষায় থাকবে না
কোনো প্রকার বিভেদ।
پسند
تبصرہ
بانٹیں