স্কুল
সকালে উঠে আমি
স্কুলে যাই
পড়াশোনা করতে
মন শুধু চাই ।
সহপাঠী বন্ধু মিলে
খেলাধুলা করি
ক্লাসে বসে মন দিয়ে
পাঠ্য বই পড়ি।
আলোকিত মানুষ হবো
মনে সাধ জাগে
দেশ ও জাতি এই সমাজের
সেবা করবো আগে।
ফুল
এই বাংলার পথে ঘাটে
ভরে আছে ফুলে
মৌমাছি আর প্রজাপতি
নাচে দুলে দুলে।
সূর্যমুখি, নয়নতারা
শাপলা, বেলি, গাঁদা
হরেক রকম রঙের মাঝে
কোনোটা আবার সাদা ।
রক্তজবা শিউলি গোলাপ
আরো কত ফুল
ফুলগুলো সব চিনতে কারো
হয় না যেন ভুল ।
Aimer
Commentaire
Partagez