রাগ
রাগ করে আর গাল দিয়ে
মনটা খারাপ হয়
রাগে রাগে কথা বলা
কভু ভালো নয়।
রাগের জন্য মান অভিমান
কথা বন্ধ থাকে
ক্ষতি করতে মন্দ কাজে
মনটা শুধু ডাকে।
মনের রাগ ভুলে গেলে
আসবে শান্তি তবে
মিলেমিশে সবার মাঝে
সুখি জীবন হবে ।
পড়ালেখা
পড়ালেখা করতে হবে
এটাই মোদের পণ
এদিক ওদিক না যেন যায়
চঞ্চল এই মন।
শিক্ষা ছাড়া জ্ঞান ভাণ্ডার
কভু খোলে না
শিক্ষা ছাড়া জীবনখানা
ভালো চলে না ৷
পড়ালেখা করেই সবাই
অনেক বড় হয়
জীবন থেকে দূর হয়ে যায়
সকল দুঃখ ভয় ।
জাতীয় পাখি
দোয়েল তুমি জাতীয় পাখি
গাঁও গেরামে থাকো
বারে বারে শিষ দিয়ে
মধুর সুরে ডাকো।
ছোট্ট পাখি হলেও তোমার
দেখতে লাগে ভালো
তোমায় দেখে আমরা চিনি
পালক সাদা কালো ।