মা-বাবা
মা বাবার মতো আপন
আর কি কেউ আছে?
একটুখানি ভেবে দেখো
বসে তাদের পাশে।
জীবনব্যাপী তাদের থেকে
কত কিছু পাওয়া
খোদার কাছে মোদের নিয়ে
তাদের কত চাওয়া।
আমরা যখন সফল হয়ে
তাদের কাছে আসি
তাদের মনে ভেসে উঠে
কী যে মধুর হাসি!
গুরুজন
গুরুজনকে ভক্তি করো
ব্যথা দিও না
তাদের কথায় কোনোভাবে
দুঃখ নিও না ।
শিক্ষা দিতে গিয়ে তারা
অনেক কথা বলেন
চলার পথে ভালো হতে
অনেক শাসন করেন ।
তাদের কথা কর্ম সবাই
মেনে চলতে হবে
জীবনখানা নানান আলোই
ভরে উঠবে তবে।
Мне нравится
Комментарий
Перепост
himo hosain
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?