সূর্য মামা
সকাল বেলা সূর্য মামা
চোখ মেলে যেই তাকায়
সারা বিশ্ব তার আলোতে
দিবস হয়ে যায়।
সূর্য মামা আলো দিয়ে
বিশ্ব ভরে রাখে
তার আলোতে সারা বিশ্ব
আলোকিত থাকে।
সূর্য মামা যদি কভু
আলো না দিতো
বিশ্ব ভুবন অন্ধকারে
কেমনে ডুবে যেতো।
জেব্রা
জেব্রা হচ্ছে ডোরা কাটা
সুন্দর এক প্রাণী
ঘোড়ার মতো ছুটে বেড়ায়
আমরা সবাই জানি
ঘাস খেয়ে বেচে থাকে
দল বেঁধে সে বেড়ায়
এত সুন্দর গায়ের বাহার
কোনো পশুর নাই ।
মনে হয় যেন চিত্র শিল্পী
এঁকে দিয়েছে গা
মেপে মেপে আঁকা থাকে
মুখ শরীর ও পা।
Мне нравится
Комментарий
Перепост