51 안에 ·번역하다

ভূতের বিয়ে
চলে টমটম গা ছমছম
একটা ভূতের গাড়ি
যাবে দমদম থামে কমকম
যাচ্ছে বিয়ে বাড়ি,
একটা ভূতের গাড়ি ॥

ভূতের বিয়ে লগন বয়ে
যাচ্ছে তাড়া তাই
বরের বেশে আছে বসে
ভূতের বড় ভাই
রাত ঝমঝম বিয়ে রমরম
পেত্নী একটা বুড়ি ॥

বিয়ে বসে ঠাকুর এসে
বিয়ের মন্ত্র পড়ে
বর উঠে যায় ছুটে
কণে কাপে ডরে
খায় চমচম মাছ হরদম
শূন্য হলো হাড়ি ॥

বিয়ে হলো বাদ্য বাজলো
কত কলরব
রানী এলো বুঝিয়ে দিলো
ছুটলো আবার সব
ওই টমটম চলে গমগম
বধূর শ্বশুরবাড়ি ॥
(অর্থ : তাড়া-তাড়াতাড়ি)