রয়েল বেঙ্গল টাইগার
জাতীয় পশু রয়েল বেঙ্গল
সুন্দর বনে থাকে
মনের সুখে হুংকার দিয়ে
অনেক জোরে ডাকে।
রয়েল বেঙ্গল সারা বিশ্বে
কোথাও যে নাই
এই বাঘ দেখতে সবাই
সুন্দর বনে যাই ।
পশু পাখি ধরে সে খায়
মাংসভোজী প্রাণী
মানুষ ধরেও খেয়ে ফেলে
আমরা কি তা জানি?
শাপলা
শাপলা মোদের জাতীয় ফুল
বিলে ঝিলে হয়
লাল সাদা দুই রঙেই
মনটা করে জয়।
পুকুর ডোবা নদী নালায়
ভরে থাকে ফুলে
বাতাসে সব ফুলগুলো
নড়ে চড়ে দোলে।
পানির উপর ফুলগুলো সব
কেমনে শোভা পায়
সাজানো সব ফুল দেখলে
মনটা ভরে যায়।
إعجاب
علق
شارك