কাবাডি খেলা
কাবাডি খেলা জাতীয় খেলা
ভুলে যাচ্ছি সবাই
এই খেলাটি সবাই মিলে
ধরে রাখা চায়
দুইটি দলে ভাগ হয়ে যায়
কাবাডি খেলায়
শক্তির খেলা কাবাডি খেলা
জানতে হবে তাই ।
রাঙা বউ
রাঙা বউ গাল ফুলিয়ে
বায়না ধরেছে
বাবার বাড়ি যাবে বলে
কান্না জুড়েছে।
ময়না বলে মিষ্টি দেবো
ও বউ যাসনে
ইচ্ছেমতো খেলবো সবাই
আর কাদিসনে ।
Gefällt mir
Kommentar
Teilen