হেমন্ত
হেমনন্তকালে বাংলার ঘরে
ধান কাটার ধুম
নতুন ধানে গন্ধবানে
নেইকো চোখে ঘুম ।
স্কুল
সময় হলে পাড়ার সবাই
স্কুলেতে যাই
পড়ালেখা করে আমরা
মানুষ হতে চাই ।
বিদ্যা অর্জন করে আমরা
আসল মানুষ হবো
দেশ ও জাতির কাজে আমরা
সবাই মেতে রবো।
মোবাইল ফোন
হাতের কাছে একটি যন্ত্র
কত খেলা চলে
ফেসবুক আর ইন্টারনেটে
কত কিছু বলে ।
বই পুস্তক পড়ে আছে
কেউতো ধরে না
মোবাইল ফোনে শেষ করছে
বুঝতে পারে না।
پسند
تبصرہ
بانٹیں