সকল ছড়া
সকল ছড়া পড়বো মোরা
বলবো সবার সনে
রাখবো গেঁথে হৃদয় মাঝে
থাকবে সবার মনে ।
কথায় কথায় বলবো ছড়া
থাকবে সবাই চেয়ে
কিছু ছড়া গানের সুরে
উঠবো সবাই গেয়ে ।
মজার ছড়া
পড়ার চাপে এখন মোরা
বলবো কখন ছড়া
সবাই মিলে পাগল করেন
পড়া শুধুই পড়া।
কথায় কথায় ছড়া কাটা
ভুলে গেলাম সবাই
স্মৃতির পটে দিনগুলো সব
এমনে রয়ে যায়।
সকল ছড়া মজায় ভরা
হয় না বলা আর
ছন্দে গড়া মজার ছড়া
বলতে চাই যে আবার ।
Aimer
Commentaire
Partagez