কাক আর জলের কলসি
একদিন একটা কাকের ভীষণ তেষ্টা পেয়েছিল। এমন সময় সে একটা মাটির কলসি দেখতে পেল। কলসিটায় অল্প জল ছিল।
তাই কলসির উপরে বসে, গলা বাড়িয়েও কাক জলের নাগাল পেল না। জলের জন্য সে কলসিটাকে কাত করার চেষ্টা করল। কিন্তু কলসিটা ছিল বেজায় ভারী ।
এমন সময় কাক, কিছুদূরে কতকগুলো পাথরের টুকরো দেখতে পেল। তখন তার মাথায় একটু বুদ্ধি এল। সে ঠোঁটে করে এক একটা পাথরের টুকরো এনে কলসিতে ফেলতে লাগল।
পাথরের টুকরো পড়ে পড়ে কলসির তলার জল অনেক উপরে উঠে এল । বুদ্ধিমান কাক তখন ইচ্ছামতো জল পান করে তৃষ্ণা মেটাল ৷
নীতিকথা : বুদ্ধি থাকলে উপায় হয় ।
Me gusta
Comentario
Compartir
himo hosain
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?