শেয়াল আর আঙুর
একবার একটা শেয়ালের খুব খিদে পেয়েছি- ল। সে বনের মধ্যে কিছু খাবার যোগাড় করতে পারেনি। তখন সে এক চাষির আঙুরের বাগানে ঢুকেছিল।
বাগানের একটা মাচায় পাকা পাকা আঙুরের থোকা বুঝছিল । পাকা ও রসাল আঙুর দেখে শেয়ালের বড় লোভ হলো। কিন্তু আঙুরগুলো ছিল বেশ উপরে, শেয়ালের নাগালের বাইরে।
শেয়াল কিছুদূর থেকে দৌড়ে এসে একটা লাভ দিল। কিন্তু সে আঙুরের থোকা ধরতে পারল না। বারবার চেষ্টা করেও শেয়াল আঙুরের নাগাল পেল না।
অবশেষে ক্লান্ত হয়ে শেয়াল নিজে নিজে বলল, “আমি মোটেই আঙুর খেতে চাইনি। তাছাড়া, আমার মনে হয় এই আঙুরগুলি বেশ টক।”
নীতিকথা : পেলে না, তাই বলছ মন্দ ৷
Me gusta
Comentario
Compartir