আমি খুবই সাধারণ একজন মানুষ! আর পাঁচটা মেয়েদের মত ওতো স্মার্ট না। ওতো সাজগোজও করি না,স্টাইল করে হিজাব পড়ি না, দেখতেও ওতোটা সুন্দর না,শ্যামলা বর্ণের চেহারা আমার। আর পাঁচজনের মত ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যাইনি,মাসে একটা দিনও হয়তো বের হই না তাদের সাথে! সবসময় চার দেয়ালে মধ্যেই থাকি,অন্ধকার কেনো জানি না প্রচুর ভাল্লাগে, মাঝে মধ্যে একটু মন খারাপ হয়, তাও সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ!!😊🖤
©️তাসনিম রুবাইয়াত