45 w ·Traduire

সময় তোমার থেকে সুখ পেয়েছি
দুঃখ পেয়েছি
প্রিয়জন পেয়েছি
কাছের মানুষজন হারিয়েছে।
কতশত অতীত তোমার জন্য পিছনে ফেলে এসেছি।
কতশত স্বপ্ন ভেঙে গড়েছি।
তবু্ও তুমি ভেবে দেখেছো অভিমান জমেনি তোমার ওপর?