1 y ·çevirmek

আমি এমন এক মেয়ে,
যে অবরুদ্ধ হৃদয়ে নিজের
কাঙ্খিত আশাটুকুর বিন্দুমাত্র
কামোনা করি না।
হৃদয় বিষাদ আমি তারে
মনে ধরতে পারছিনা!!!
মনে নারা দেয় বার বার।
কতো পাথর হৃদয় হলে
মানুষের পিঞ্জিরা স্পর্শ ছাড়া
ভেঙ্গে দেওয়া যায়।।
আমি ততটাই পাথর হৃদয়া।।